আপনার মোবিল দিয়ে আপনার কম্পিউটার চালান । Lunch Your Computer In Android ...





কীভাবে অ্যান্ড্রয়েড থেকেই নিয়ন্ত্রণ করবেন কম্পিউটার 
remotedesktopandroid


https://youtu.be/v2-0pg_Z6UI  

চলুন দেখে নিই কীভাবে ক্রোম ব্রাউজারে এবং আপনার অ্যান্ড্রয়েডে দু’টি অ্যাপ্লিকেশন ইন্সটল করার মাধ্যমে কীভাবে আপনি দূর থেকেই অ্যান্ড্রয়েড থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এক বা একাধিক কম্পিউটার।

ক্রোম রিমোট ডেস্কটপ

ক্রোম ব্যবহারকারীদের কোনো চিন্তা নেই, ক্রোম ওয়েব স্টোরে ভিজিট করে বিনামূল্যের ক্রোম রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশনটি ইন্সটল করে নিন। ইন্সটলের আগে আপনাকে অবশ্যই গুগল অ্যাকাউন্টে লগইন থাকা লাগবে। লক্ষ্য করুন, আপনার অ্যান্ড্রয়েডে যেই গুগল অ্যাকাউন্ট থেকে লগইন করা, ঠিক সেই অ্যাকাউন্ট থেকেই আপনাকে লগইন করতে হবে। নইলে পরবর্তীতে সমস্যা দেখা দিবে।


request for permission

অথোরাইজেশন সম্পন্ন হয়ে গেলে আপনি দেখতে পাবেন ক্রোম রিমোট ডেস্কটপের ড্যাশবোর্ড। এখানে দেখতে পাচ্ছেন দু’টি বিভাগ রয়েছে। প্রথমটি “রিমোট অ্যাসিসট্যান্স”, 

dashboard

। এজন্য আমাদের Enable Remote Connections বাটনটিতে ক্লিক করতে হবে।

এই বাটনে ক্লিক করলে একটি ছোট হোস্ট ক্লায়েন্ট সফটওয়্যার ডাউনলোড হবে। প্রায় ৮ মেগাবাইটের সফটওয়্যারটি ডাউনলোড হলে ইন্সটল করুন এবং ক্রোম ব্রাউজারটি রিস্টার্ট করুন। এরপর Enable remote connections-এ ক্লিক করলেই আপনাকে ন্যূনতম ৬ ডিজিটের একটি পিন নম্বর দিতে বলা হবে।

download promptpin to enable

পিন নম্বর দেয়ার উদ্দেশ্য হলো আপনার অ্যান্ড্রয়েড হাতে পেলেই যেন কেউ কম্পিউটারে প্রবেশ করতে না পারেন। 

pin confirmation
এখানে পিন নম্বরটি দিলেই আপনার কম্পিউটার ক্রোম রিমোট ডেস্কটপের জন্য উপযোগী হয়ে যাবে।

অ্যান্ড্রয়েড থেকে কম্পিউটারে সংযোগ
গুগল প্লে স্টোর থেকে আপনার অ্যান্ড্রয়েডে ক্রোম রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশনটি ইন্সটল করে চালু করুন। My Computers-এর তালিকায় আপনার remote connections enabled সবগুলো কম্পিউটার দেখাবে। যেটায় সংযুক্ত হতে চান, সেটায় ক্লিক করে পিন নম্বর দিলেই মুহূর্তের মধ্যে আপনি রিমোটলি আপনার কম্পিউটারে প্রবেশ করতে পারবেন।


Please Subscribe Our Youtube Channel 
LEARNING EARNING MONEY : 
https://www.youtube.com/channel/UCvYuikKhP_-htfLlSczGSwg?sub_confirmation=1
BD PRANK MULTIMEDIA : 
https://www.youtube.com/channel/UCbc5D4SFuGPLfDdFtkhnoFg?sub_confirmation=1
Any Help:  01719182586

• My Facebook ---https://www.facebook.com/shamin360
• Twiter ---------- https://twitter.com/LearningEarnin2
• Help -- https://www.facebook.com/groups/earningmoney360/
• Blog ----http://ledpictbd.blogspot.com/
• Facebook Page  - https://www.facebook.com/Ledpictbd

@@@ Direct Contact       : https://www.facebook.com/thetechdoctor360    @@@
Owner Of View Exchanger  : https://www.facebook.com/viewexchanger       @@@






No comments :

No comments :

Post a Comment

Thanks