Bangladesh Youtube Channel Monitization Country Problem Solution
The YouTube Partner Program is currently not available in your country. Bangladesh are not available youtube partner program.
বাংলাদেশ থেকে চ্যানেল মনিটাইজেশন পার্টনার প্রগ্রাম available নয়। কিন্তুক আমরা দীর্ঘদিন যাবত চ্যানেল কান্ট্রি পরিবর্তন করে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য মনিটাইজেশন অন করে আসছি। কিন্তুক মাঝখানে একটু সমস্যা হয়ে গিয়েছিলো ইউটিউব তাদের সিস্টেমে নতুন আপডেট দেওয়ার পর আমরা কোন ভাবেই কান্ট্রি চেঞ্জ করার পরেও মনিটাইজেশন লিখাটি ইনাবেল দেখাচ্ছিলোনা ।
সেখানে কান্টড়ি টিও চেঞ্জ হচ্ছিলো না । ঘুরে ফিরে কান্টড়ি চেঞ্জ করলে আবার অটোমেটিক্যালি বাংলাদেশ চলে আসতেছিলো। এই প্রবলেম টা নিয়ে হাজার হাজ্র মানুষ গ্রুপে পোস্ট করার পর ও কেউ ই কোন ভাবে হেলপ করতে পারেনি। এটী নিয়ে গত ১ মাস রিসার্চ করার পর সলিউশন পেয়েছি যদিও সলিউশন টি অনেক ছোট। বাট প্রবলেমটি অনেক জটিল ছিলো। যাই হোক যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে বা যাদের চ্যানেল খুলা ছিলো তারা ওয়েট করতেছিলো যে ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম ও ১০০০ সাবক্রাইবার হলেই তারা মনিটাইজেশন অন করবে কান্টড়ি চেঞ্জ করে বাট তারা করতে পারছিলনা তার কারন কান্ট্রি চেঞ্জ হচ্ছিলো না।
তাই তাদের এই সমস্যা নিরসনে আজকের এই টিউটরিয়াল টি । আর এই টিউটরিয়াল টী আমার কাছে অত্যান্ত গুরুত্তপুর্ন বলে আমি মনে করি । এই টিউটরিয়াল টি হাজার হাজার মানুষের উপকারে আসবে। যারা হতাশ হয়ে গিয়েছিলো ইউটিউব থেকে তাদেরকে আবার অনুপ্রেরনা জাগাবে।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
Thanks