মারা গেলেন জনপ্রিয় ইউটিউবার, শোকের ছায়া ইউটিউব দর্শকদের
আজকাল আমরা টিভির থেকে বেশি যেটা দেখি সেটা হল ইউটিউব। বিশেষত ভারতে জিও আসার পর থেকে ইউটিউবের চাহিদা আরও বেশি করে বেড়েছে। কারণ এখন আমাদের সমস্ত কিছু শিক্ষা মুলক সব কিছুই আমরা ইউটিউব থেকেই ডিরেক্ট পেয়ে যাই। তাই আর অন্য কোথাও খুঁজতে হয় না কষ্ট করে। অন্য কোনও জায়গা থেকে খোঁজার তুলনায় ইউটিউবে অনেক সহজেই পেয়ে যাই।
তাই আর অন্য কোথাও খোঁজার দরকার পড়ে না আমাদের। সে কোন ভাইনস হোক, মজার ভিডিও হোক বা কোন সিনেমা বা ওয়েব সিরিজ বা কোনও রান্না বান্না বা কোনও ঘরের কাজ সংক্রান্ত ভিডিও। আমরা সবই পেয়ে যাই। ভারতের বর্তমান কিছু নামী ইউটিউবার রাও পৃথিবী জুড়ে জনপ্রিয়তা পেয়ে গেছে এই ইউটিউবের সৌজন্যে। এদের মধ্যে ভুবন বাম, অমিত ভদানা, আশিষ চঞ্চালানি, টেকনিকাল গুরুজী, কিরণ দত্তরা জনপ্রিয়। কিন্তু ঠিক এরকমই এক বিখ্যাত ভারতীয় ইউটিউবার মারা গেলেন সম্প্রতি। কে সেই ইউটিউবার, কি তার চ্যানেল আসুন দেখে নিই বিস্তারিত।
আজকাল সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে দেখে নিত্য নতুন রান্না শিখছেন অনেকে। বিভিন্ন ওয়েবসাইট বা ইউটিউব চ্যালেনে নানা রকম সুস্বাদু পদ বানিয়ে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি জনপ্রিয়ও হয়ে উঠছেন অনেকে। তেমন ভাবেই ইউটিউব-এ অন্যতম জনপ্রিয় রাঁধুনী হয়ে উঠেছিলেন তিনি। ভাবছেন, এ আর নতুন কী! ইউটিউব-এ রান্নার ভিডিও করে পরিচিতি পাওয়ায় নতুনত্ব কিছু নেই ঠিকই, কিন্তু তাই বলে ১০০ বছর বয়স পেরিয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় রাঁধুনী হয়ে ওঠা কি চাট্টিখানি কথা!
তিনি পেরেছিলেন। অন্ধ্রপ্রদেশের গুরিওয়াড়া গ্রামের একশো পার করা বৃদ্ধা মস্তানাম্মা পেরেছিলেন তাঁর রান্নার জাদু নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে দিতে এ যুগের ‘সোশ্যাল মিডিয়া বাফ’ হাজার হাজার যুবক যুবতির কাছে। জনপ্রিয় হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষের কাছে। তাঁর ইউটিউব চ্যানেলের নাম ‘মস্তানাম্মা’ (Mastanamma), যার সাবস্ক্রাইবারের সংখ্যা আড়াই লক্ষেরও বেশি!
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
Thanks