ইউটিউবে ‘ছেলেরা যেমন হয়’
২০১৩ সালে ফেয়ার হ্যান্ডসাম দি আলটিমেটম্যান প্রতিযোগিতায় বিজ্ঞাপন দেখে নাম লিখিয়েছিলেন ইরফান। কয়েক লাখ প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হলেন। তারপরই তার দুনিয়া পাল্টে গেল। ইরফান হয়ে গেলেন মিডিয়ার মানুষ। মডেলিং, টিভি নাটক এবং চলচ্চিত্রের অভিনেতা তিনি।
এ সময়ের জনপ্রিয় আরেক তারকা তানজিন তিশা। অভিনয়ে তার পথচলায় পাঁচ বছর পার হয়েছে ইতিমধ্যে। মাঝে এক বছর বিরতি নিয়েছিলেন। চলতি বছরের ভালোবাসা দিবস থেকে আবারো অভিনয়ে নিয়মিত হয়েছেন। রোজার ঈদের মতো কোরবানি ঈদের নাটকেও দর্শকদের মনোযোগ কেড়েছেন এ মডেল-অভিনেত্রী।
ইরফান ও তিশা দু’জনেই এখন ব্যস্ত টিভি নাটক ও টেলিফিল্ম নিয়ে। তার জুটি বেঁধেও বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। এবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলেন এই জুটি। ‘ছেলেরা যেমন হয়’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্যটি ১৩ ডিসেম্বর প্রযোজনা প্রতিষ্ঠান ডিজিটাল সলিউশনের ইউটিউব চ্যানেল রসগোল্লা থেকে প্রকাশ করা হয়।
এটি নির্মাণ করেছেন সঞ্জয় সমাদ্দার। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, পারিবারিক জীবনে বাবা-মায়ের বৈরী সম্পর্কের কারণে সন্তানের জীবনে নানামুখী প্রভাব দেখা দেয়। এটি এমনি একটি গল্প। তবে এখানে আমি দেখেছি, বাবা-মায়ের সম্পর্কের অবনতির ফলে একটি মেয়ের পথভ্রষ্ট হওয়ার গল্প। যে তার ভুল সিদ্ধান্তে এগোতে থাকে।
তিনি আরো বলেন, পরিবার এবং মানুষের প্রতি একটি মেয়ের চরম অনাস্থার বিষয়টি এই গল্পে দেখতে পাবেন দর্শকরা। একটা সময় অবশ্য মেয়েটির ভুল ভাঙে। বাকিটা দেখার পরেই দর্শকরা বুঝতে পারবেন।
উত্তরা ও দিয়া বাড়ির বিভিন্ন লোকেশনে স্বল্পদৈর্ঘ্যটির শুটিং হয়েছে। এতে থাকছে টুম্পার কণ্ঠের একটি গান। গানটি অচিরেই আলাদাভাবে ছাড়া হবে রসগোল্লা চ্যানেল থেকে।
Click This Part You Get Bonus.
এ সময়ের জনপ্রিয় আরেক তারকা তানজিন তিশা। অভিনয়ে তার পথচলায় পাঁচ বছর পার হয়েছে ইতিমধ্যে। মাঝে এক বছর বিরতি নিয়েছিলেন। চলতি বছরের ভালোবাসা দিবস থেকে আবারো অভিনয়ে নিয়মিত হয়েছেন। রোজার ঈদের মতো কোরবানি ঈদের নাটকেও দর্শকদের মনোযোগ কেড়েছেন এ মডেল-অভিনেত্রী।
ইরফান ও তিশা দু’জনেই এখন ব্যস্ত টিভি নাটক ও টেলিফিল্ম নিয়ে। তার জুটি বেঁধেও বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। এবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলেন এই জুটি। ‘ছেলেরা যেমন হয়’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্যটি ১৩ ডিসেম্বর প্রযোজনা প্রতিষ্ঠান ডিজিটাল সলিউশনের ইউটিউব চ্যানেল রসগোল্লা থেকে প্রকাশ করা হয়।
এটি নির্মাণ করেছেন সঞ্জয় সমাদ্দার। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, পারিবারিক জীবনে বাবা-মায়ের বৈরী সম্পর্কের কারণে সন্তানের জীবনে নানামুখী প্রভাব দেখা দেয়। এটি এমনি একটি গল্প। তবে এখানে আমি দেখেছি, বাবা-মায়ের সম্পর্কের অবনতির ফলে একটি মেয়ের পথভ্রষ্ট হওয়ার গল্প। যে তার ভুল সিদ্ধান্তে এগোতে থাকে।
তিনি আরো বলেন, পরিবার এবং মানুষের প্রতি একটি মেয়ের চরম অনাস্থার বিষয়টি এই গল্পে দেখতে পাবেন দর্শকরা। একটা সময় অবশ্য মেয়েটির ভুল ভাঙে। বাকিটা দেখার পরেই দর্শকরা বুঝতে পারবেন।
উত্তরা ও দিয়া বাড়ির বিভিন্ন লোকেশনে স্বল্পদৈর্ঘ্যটির শুটিং হয়েছে। এতে থাকছে টুম্পার কণ্ঠের একটি গান। গানটি অচিরেই আলাদাভাবে ছাড়া হবে রসগোল্লা চ্যানেল থেকে।
Click This Part You Get Bonus.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
Thanks