শীর্ষ ১০ ইউটিউবারের আয় ১৮ কোটি ডলার

এবছর শীর্ষ দশ ইউটিউবার আয় করেছে ১৮০.৫ মিলিয়ন ডলার আয় করেছে। ইউটিউবে ভিডিও পোস্ট করে ৮ বছরের এক বালক আয় করেছে ২২ মিলিয়ন ডলার। ২১ বছরের আরেক তরুণ কৌতুক ও প্রতিক্রিয়ামূলক ভিডিও পোস্ট করে আয় করেছে সাড়ে ২১ মিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ৫ ব্যক্তির একটি দল তাদের ক্রীড়া ভিত্তিক একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করে আয় করেছে ২০ মিলিয়ন ডলার। ২০০৫ সাল থেকে এদের সবাই ইউটিউবে ভিডিও শেয়ারিং করে আয়ের পথ সুগম করেছে। গত বছরের তুলনায় শীর্ষ এ ১০ ইউটিউবারের আয় বৃদ্ধি পেয়েছে ৪২ শতাংশ। নিউজ ম্যাক্স

২৩ বছরের যুবক লোগান পল তার ইউটিউব চ্যানেল ‘দি অফিসিয়াল লোগান পল’এ স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ও কৌতুক স্কেচ পোস্ট করে আয় করেছে সাড়ে ১৪ মিলিয়ন ডলার। সুইডেনের ২৯ বছরের পিউডাইপাই যার আসল নাম ফেলিক্স জেলবার্গ কৌতুক শো ইউটিউবে পোস্ট করে আয় করেছে সাড়ে ১৫ মিলিয়ন ডলার। ২৮ বছরের আইরিশ জ্যাকসসেপটাইসি যার আসল নাম সিয়ান উইলিয়াম ম্যাকলাফলিন খেলধূলার ভিতিও ও স্কেচ কমেডি পোস্ট করে আয় করেছেন ১৬ মিলিয়ন ডলার। ২৬ বছরের ইভান ফং তার ভ্যানসগেমিং ইউটিউব চ্যানেলে ভিডিও গেম সম্পর্কে লাইভ বক্তব্য দিয়ে আয় করেছে ১৭ মিলিয়ন ডলার। ২৯ বছরের মার্কিপ্লাইর কৌতুক ও ভিডিও গেম পোস্ট করে সাড়ে ১৭ মিলিয়ন ডলার। তার আসল নাম মার্ক ফিস্কব্যাক। ৮ বছরের বালক রিয়ান তার ইউটিউব চ্যানেল রিয়ানটয়সরিভিউ’এর দর্শক হচ্ছে ২৬ বিলিয়ন। নিত্যনতুন খেলনা পরিচিতি ও এসব সম্পর্কে নানা তথ্য পোস্ট করে তার আয় দাঁড়িয়েছে ২২ মিলিয়ন ডলার।


No comments :

No comments :

Post a Comment

Thanks