ইউটিউব কমিনিটি গাইডলাইন স্ট্রাইক (১০০ পারসেন্ট সত্য জানুন)
লেখকঃ
মোঃ শামীম রেজা
বইঃ ইউটিউব মার্কেটিং
ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিঃ
কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সম্পুর্ন ভিন্ন। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক টি হচ্ছে এমন যে একজন রিভিউয়ার ভিডিও রিভিউ করার পর একটি নটিফিকেশন এর মাধ্যমে সাবধান করে দেওয়া যাতে তিনি যেনো এই ইউটিউব কমিউনিটির গাইডলাইন গুলো না ভংজ্ঞ করে।এই কমিউনিটি গাইডলাইন নটিফিকেশন বা স্ট্রাইক টি শুধুমাত্র নগ্নতা বা যৌন সামগ্রী, হিংসাত্মক বা গ্রাফিক সামগ্রী, ক্ষতিকারক বা বিপজ্জনক সামগ্রী, ঘৃণ্য সামগ্রী, হুমকি, স্প্যাম, বিভ্রান্তিকর মেটাডেটা, বা স্ক্যামগুলিতে থাকা ভিডিওগুলিতে সীমাবদ্ধ নয়।
এটি যে কোন প্রকারের হতে পারে। ইউটিউবের লিস্টের বাইরেও হতে পারে। কখনও কখনও ইউটিউবের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন ছাড়া অন্য কারনে ও সামগ্রী বা ভিডিও সরানো হয়। যেমন একজন ব্যক্তি যিনি ভিডিও পোস্ট করেছেন তার নিরাপত্তা, প্রথম পক্ষের গোপনীয়তা অভিযোগ, আদালতের আদেশ, বা অন্য কোনও দূষিত সমস্যা ইত্যাদি । আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার ভিডিও মুছে ফেলা বা আপনার চ্যানেলে স্ট্রাইক না ও দেওয়া হতে পারে।
চ্যানেলে স্ট্রাইক পেলে কি হয়ঃ
যদি আপনার চ্যানেলে কোন স্ট্রাইক জারি করা হয়, তবে আপনার সামগ্রী কেন সরানো হয়েছে সে সম্পর্কে আপনার ইমেলে একটি ইমেল পাবেন এবং আপনার অ্যাকাউন্টের চ্যানেল সেটিংসে একটি সতর্কতা দেখতে পাবেন (উদাঃ যৌন সামগ্রী বা সহিংসতার জন্য) ।
যদি আপনি একটি ধর্মঘট পান তবে আপনার সামগ্রীটি সরিয়ে দেওয়ার কারণটি আপনি নিজে নিজেই পর্যালোচনা করুন এবং ইউটিউবের নীতি বা প্রাইভেসি পলিসি আরও জানুন যাতে এটি আবার না হয় ।
ইউটিউব বলে যে আমরা বুঝতে পারি যে ব্যবহারকারীরা বা ক্রিয়েটররা ভুল করে এবং আমাদের নীতিগুলি লঙ্ঘন করতে চায় না । যে কারণে স্ট্রাইক চিরকাল থাকবে না। প্রতিটি হরতাল বা স্ট্রাইক এটি জারি করা হয় তিন মাস মেয়াদ শেষ হয়ে যাবে। এবং সেই সাথে আপনার অ্যাকাউন্টে যদি কোন স্ট্রাইক থাকে আপনার YouTube এ কিছু বৈশিষ্ট্য অ্যাক্সেস থাকতে পারেবেন ন যেমন লাইভ স্ট্রিমিং বা ভিডীও আপলোড করতে পারবেন না । আপনার একাউন্টের চ্যানেল সেটিংসগুলিতে কোন বৈশিষ্ট্যগুলি সক্রিয় আছে তা আপনি দেখতে পারেন এই জন্য আপনাকে চ্যানেল সেটিং এ যেতে হবে।
অনেকগুলো স্ট্রাইক পেলে কি হয়ঃ
আপনি যখন কোন স্ত্রাইক পাবেন তখন আপনার একাউন্টে কি ঘটবে তা নিম্নে বিস্তারিত আলোচনা করা হল।
ফাস্ট স্ট্রাইক বা প্রথম ধর্মঘটঃ
যখনি আপনি আপনার একাউন্টে প্রথম একটি স্ট্রাইক পাবেন তখন আপনার চ্যানেলে লাইভ স্ট্রিমিং অফ হয়ে যেতে পারে। যদি আপনার একাউন্তের লাইভ স্ট্রিমিং সিমাবদ্ধতা করা হয়ে থাকে তাহলে মনে রাখবেন ইউটিউবে যদি আপনার অন্য চ্যানেল থাকে সেগুলো দিয়ে লাইভ স্ট্রিমিং সম্পুর্ন নিষিদ্ধ মানে অন্য চ্যানেল দিয়েও আপনি লাইভ স্ট্রিমিং করলে এটা ইউটিউবের নিয়মের বাইরে পরে। যতক্ষন পর্যন্ত আপনার একাউন্তে সীমাবদ্ধতা বা লাইভ স্ট্রিমিং বন্ধ থাকিবে ততক্ষন পর্যন্ত আপনাকে লাইভ স্ট্রিমিং থেকে বিরত থাকিতে হবে।
এই বিধিনিষেধ গুলো যদি আপনি লংঘন করেন ইউটিউবের শ্রর্ত মোতাবেক না মেনে চলেন তাহলে এটি ইউটিউব প্রতারনা বলে মনে করে এবং এই কারনে আপনার চ্যানেল সাস্পেন্ড করে দিতে পারে।
সেকেন্ড স্ট্রাইক বা দ্বিতীয় ধর্মঘোটঃ
যদি আপনার অ্যাকাউন্টটি তিন-মাসের সময়ের মধ্যে ২টি সম্প্রদায় নির্দেশিকা স্ট্রাইক পায় তবে আপনি ২ সপ্তাহের জন্য YouTube এ নতুন সামগ্রী পোস্ট মানে ভিডিও আপলোড করতে পারবেন না। যদি ফার্দার কোনও সমস্যা না থাকে, তবে ২ সপ্তাহের সময়ের পরে সম্পূর্ণ সুবিধাগুলি স্বয়ংক্রিয়ভাবে পুনরুদ্ধার করা হবে এবং আপনি পুনরায় ভিডিও আপলোড করতে পারবেন। প্রতিটি ধর্মঘট বা স্ট্রাইক আপনার অ্যাকাউন্টে থাকবে এবং এটি জারি হওয়ার তিন মাস পরে আলাদাভাবে মেয়াদ শেষ হয়ে যাবে।
তয় স্ট্রাইক বা ৩য় ধর্মঘোটঃ
আপনার অ্যাকাউন্টটি যদি তিন-মাসের সময়ের মধ্যে ২ সম্প্রদায় নির্দেশিকা স্ট্রাইক পায় তবে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে। উল্লেক্ষ যে কপিরাইট স্ট্রাইক যদি তিন মাসের ভিতর তিনটি আসে তাহলে আপনাকে ৭ দিন টাইম দেওয়া হবে আপিল করার জন্য। ৭ দিনের ভিতর যদি আপনি যে কোন একটি কপিরাইট স্ট্রাইক আপিলের মাধ্যমে রিমুভ না করতে পারেন তাহলে আপনার চ্যানেল্টি সাস্পেন্ড করে দেওয়া হবে।
স্ট্রাইক তুলে নেওয়ার জন্য আপিলঃ
আপনি যদি মনে করেন আপনার সামগ্রী মানে ভিডিও YouTube এর সম্প্রদায় নির্দেশিকা লঙ্ঘন করে না তবে আপনি আপনার অ্যাকাউন্টে ধর্মঘটটির আপিল মানে আবেদন করতে পারবেন।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
Thanks