YouTube Fair Use Bangla

ফেয়ার ইউসঃ 

ফেয়ার ইউটিলিটি একটি আইনী মতবাদ যা বলে যে আপনি কপিরাইটের মালিকের অনুমতি ছাড়াই কপিরাইট-সুরক্ষিত উপাদান নির্দিষ্ট অবস্থার অধীনে পুনরায় ব্যবহার করতে পারেন। নিখুঁত ব্যবহারের সহায়ক উদাহরণগুলির জন্য নীচে দেখুন। 

ফেয়ার ইউস গাইডলাইনঃ
বিভিন্ন দেশের কপিরাইট মালিকের অনুমতি ব্যতীত তাদের উপাদান ব্যবহার করার সময় এটির ভিন্ন ভিন্ন নিয়ম রয়েছে । উদাহরণস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্রে, মতামত, সমালোচনা, গবেষণা, শিক্ষা বা সংবাদ প্রতিবেদনগুলিতে যথাযথ ব্যবহারের জন্য বিবেচিত হতে পারে। ইউনাইটেড স্টেটের মত অনেক দেশেই একই নিয়ম। 

কোন কোন কাজে আপনি এই কপিরাইট জিনিস গুলো ইউস করতে পারবেন তা আপনার দেশের কোট বিশ্লেষণ করবে। আপনি কপিরাইট প্রটেক্টেড (স্টান্ডার্ড লাইসেন্স) যে কোন ভিডীও আপনার চ্যানেলে যে কোন পারপাসে আপলোড করার আগে আপনাকে আপনার এলাকার আইন অনুযায়ী একজন এক্সপার্টের পরামর্শ নিতে হবে এটা আপনার জন্য ভালো হবে। 

ফেয়ার ইউসের চারটি কারনঃ

যুক্তরাষ্ট্রের চারটি নিয়ম হলো এখানকার একজন বিচারক তা নির্ধারন করে দিবে যে সে কি কি কারনে ফেয়ার ইউস করতে পারবে যে কোন কপিরাইট ম্যাটরিয়ালস, কপিরাইট অওনারের পারমিশন ছাড়া। 

১। বিসনেস পারপাসে, ধরেন সে একটা শামীম লেম মোবাইল তৈরী করেছে আর আপনি একটি শামীম টেক মোবাইল তৈরি করেছেন এখন কোন মোবাইলটা বেশি ভালো এই কারনে আপনি সেই কম্পানির মোবাইলটির ভিডিও কপি করে আপনার মোবাইলটি তার থেকে ভালো এটা প্রমান করার জন্য আপনি ফেয়ার ইউস করতে পারবেন। তাছাড়া অলাভজনক এবং ইডুকেশনাল পারপাসে আপনি ফেয়ার ইউসের আওতায় পড়বেন। 

এখানে আরো একটি কথা আছে যে কোর্ট সবসময় একটা জিনিস লক্ষ করবে যে আপনি কি কি নতুন জিনিস এড করেছেন অরিজিনাল জিনিসের থেকে মানে যেটা আপনি কপি করেছেন আর আপনি যেটা তৈরি করেছেন আপনার ভিডীওটার মধ্য নতুনত্ত কি আছে, কোর্ট সেটা দেখবে আপনি যদি তাদের ভিডীও টা সম্পুর্ন কপি করে আপলোড করেন তাহলে আপনি ফেয়ার ইউসের আওতায় পড়বেন না এবং আপনার ভিডীও টি মনিটাইজ করতে পারবেন না। অন্যথায় আপনি যদি ভিডিওর কিছু অংশ কপি করেন এবং সেটা যদি বিজনেস পারপাসে হয় তাহলে আপনার ক্ষেত্রে কপিরাইট স্ট্রাইক কনসিডার করা হবে এবং আপনার ভিডিও ফেয়ার ইউসের মধ্য পড়বে। 

২। প্রাথমিক ভাবে কোন ম্যাটরিয়াল কে বা কাজ কে আরো সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জুন্য বাস্তবিক ও কল্পানায় রুপ দেওয়ার জন্য আপনি ফেয়ার ইউসের আওতায় পড়বেন। 

৩। অন্যার ভিডিও থেকে কিছু অংশ জিনিস যদি আপনি কপি করে আপনার ভিডিওতে ইউস করেন তাহলে আপনি ফেয়ার ইউসের আওতায় পড়বেন। তবে যার ভিডিও কপি করবেন তার ভিডীওর মুল অংশ কপি করে ইউস করতে পারবেন না । ইউস করলে আপনার ভিডিওতে স্ট্রাইক পরবে। 

৪। একটা জিনিস আপনাকে লক্ষ রাখতে হবে যে, মানুষের অরিজিনাল জিনিসের থেকে কপিরাইট জিনিস বেশি হয়ে যাওয়ার কারনে কখনো কখনো কোর্ট ফেয়ার ইউসের ব্যাতিক্রম করে। যেমন অপরাধি নামক একটি গান ভাইরাল হয়েছে এখন পাবলিক তাদের চ্যানেল র‍্যাংক করার জন্য অপরাধি দিয়ে হাজার হাজার গান ডুপ্লিকেট তৈরি করেছে এখন অরিজিনালের থেকে কপিরাইট জিনিস বেশি হোওয়ায় কোর্ট এর বিপরিত ডিশিসন নিতে বাধ্য হয়। 


লিখেছেন শামীম রেজা ।
বইঃ ইউটিউব মার্কেটিং
যারা কপি করবেন দয়া করে ক্রেডিট দিতে ভুলবেন না।

☑️ SHAMIM LEM :
https://goo.gl/ZnBMNc
☑️ BANGLADESHI SOFTWARE:
https://goo.gl/EUK7t9
☑️SHAMIM TECH:
https://goo.gl/E226zH

☑️ORDER YouTube Marketing DVD;
https://goo.gl/yRcMMZ
☑️Download Youtube marketing DVD Software (Paid Course)
https://goo.gl/AbyizC
☑️SHAMIM LEM APK FREE DOWNLOAD
https://goo.gl/vsHxxf
☑️YOUTUBE MARKETING APK FREE DOWNLOAD
https://goo.gl/Yy5ZSK

⚫Email Support:
shamimlem@yahoo.com
⚫Join Our Paid & Free Service:
https://goo.gl/giV2kQ
☑️Website:
https://www.shamimlem.com

No comments :

No comments :

Post a Comment

Thanks