Joblessjob Earning Website। জবলেস জব বাংলাদেশি আর্নিং ওয়েবসাইট।


ইউটিউবের জনপ্রিয় বাংলাদেশীমুখ শামীম লেম। নতুন ইউটিউবারদের জন্য শামীমের ভিডিও লেশন অত্যান্ত কার্যকর। বিশেষ করে বাংলা ভাষায় মান সম্মত ইউটিউব মার্কেটিং এর ভিডিও লেশন খুব কম। ইউটিউবার শামীম বাংলাদেশের বেকারদের জন্য একটি অনলাইন আয়ের ওয়েবসাইট খুলেছে জবলেস ডট কম (http://joblessjob.com/?ref=1)

এখানে ইচ্ছে করলে লিখা-লেখিও করতে পারেন। শুরুতে কেউই ভালো লিখতে পারে না, তবে নন-স্টপ চেষ্টা করে গেলে যে কেউই লেখালেখাটা শিখে ফেলতে পারে যেটা হতে পারে আরেকটি পাওয়ারফুল দক্ষতা। লেখালেখি করেও অনেক ভালো ইনকাম করা যায় অনলাইনে (ফ্রিল্যান্সিং)।



এখানে এফিলিয়েট মার্কেটিং করতে পারেন। রেফারেল ইউয়ারেল দিয়ে। আপনাকে প্রোডাক্ট তৈরি করতে হবে না, কাস্টমার সাপোর্ট দিতে হবে না, কাস্টমারদের অভিযোগ শুনতে হবে না। এই সব ঝামেলা দেখবে সেই সব কোম্পানিগুলো, আপনি শুধু সেলের বিনিময়ে আপনার ইনকাম টা পেতে থাকবেন। পৃথিবীতে অনলাইনে প্রায় সব কোম্পানিই এফিলিয়েট প্রোগ্রাম অফার করে থাকে যার মধ্যে সবচেয়ে বড় মার্কেটপ্লেস গুলো হচ্ছে অ্যামাজন, এনভাটো, উদেমি এবং আরও অনেক আছে যার মধ্যে কিছু কিছু বাংলাদেশ সাপোর্ট করে না। তবে এই কোম্পানিগুলো ছাড়াও আরও অনেক ছোট মাঝারী কোম্পানি আছে যারাও এফিলিয়েট প্রোগ্রাম অফার করে। বাংলা ভাষায় এই ধরনের সাইট নেই বললেই চলে।

জবলেস ডট কম এর মাধ্যমে সোশাল মিডিয়া যথা ফেসবুক, ইনস্ট্রগ্রাম, রেবারনেশান ফান,সাউন্ড ক্লাউড, স্টামব্লাপন ফলোয়ার, টুইটার, ইউটিউব ইত্যাদির মাধ্যমেও ছোট ছোট আয় করা যায়। অনেকটাই ক্লিক বেইস সাইটের মত। বাংলাদেশে এক সময় ডিজিটালাইডস প্রতারণা ছিল ক্লিক বেইজ সাইট। মানুষ সচেতন হবার ফলে এখন আর এই রুপ হচ্ছে না। এখানে বিনিয়োগ বা টাকা দিতে হচ্ছে না, কাজেই প্রতারণ হবার সম্ভাবনা নেই।

জবলেস ডট কম এ নাম, ইমেইল এড্রেস, জেন্ডার, দেশ এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্ট করতে পারন। একাউন্ট একটি সহজ প্রক্রিয়া। এখানে ভি আই পি মেম্বার এবং সাধারণ মেম্বার ব্যবস্থা আছে। মেম্বার হয়ে বিভিন্ন সোশাল মিডিয়ার সাবক্রাইবার বা লাইক দিয়ে টাকা আয় করতে পারেন। আবার ইচ্ছে করলে নিজের ইউটিউবের সাবক্রাইবারের বা ফেসবুলের লাইক পেইজের লাইকের জন্য এড দিতে পারেন। এরজন্য আপনাকে পে করতে হবে এবং পে করার সিস্টেমও এখানে দেয়া আছে। প্রতিদিন এখানে সাইন ইন করল আছে রিওয়ার্ডের ব্যবস্থা। অর্থাৎ প্রতিদিন একবার করলেও আপনি পেতে পারেন ইনকাম। রিওয়ার্ডের অপশনে ক্লিক করে আপনার পুরস্কার গ্রহণ করতে পারেন।

এই সাইটে আমাদের পরিচিত টাকা বা কারেন্সীগুলো আছে, যেমনঃ টাকা, পয়সা, ডলার, কয়েন ইত্যাদি। এইগুলো ইন্টার চেইঞ্জ করতে পারেন। বন্ধুকে টাকা বা ডলার দিতে পারবেন এবং টাকা উইথড্রল করতে পারবেন সহজেই। আছে ঘোড়ার রেইস। ঘোড়ার রেইস খেলে আপনি কয়েন আয় করতে পারবেন এবং কয়েনকে ট্রান্সফার বা চেইঞ্জ করতে পারবেন।

জবলেস ডট কম এ এড দেবার জন্য আপনাকে নিবন্ধন করতে হবে। তারপর আপনার প্রোফাইল পিকচারের Add Ads অপশনে ক্লিক করতে হবে এবং Add Ads

এর টাইপে নির্দিষ্ট বিষয়ে (কোন বিষয়ে এড দিবেন, সেই বিষয়) সিলেকশন করে ক্লিক করলেই একটি ফরম আসবে, ফরমটি সাবধানতার সহিত পুরণ করতে হবে এবং নিম্নমান ২০পয়সার এড (সাইট অনুযায়ী ভিন্নতা আছে, যেমন লাইক, ভিউ, সাবক্রাইব, ফলোয়ার ইত্যাদি) দিতে হবে। এই বিষয়ে বিস্তারিত টার্মস এন্ড কন্ডিশন জবলেস ডট কমের ব্লগে দেয়া থাকবে। সাইটে নিচের দিকে স্ট্যাটাস এবং কন্ট্রাকের সুবিধা আছে।



এটি আপনার মুল পেশা না ধরে অন্য পেশার সাথে কাজটি করতে পারেন। এই সাইটটি দিন দিন আরো ডেভেলাপ হচ্ছে। কাজেই এক সময় এটির সাহায্যে ২০/৩০ টাকাও ইনকাম করতে পারবেন। এটি হোক অন লাইন ইনকামের প্রাথমিক প্রবেশ পথ। তারপর ধীরে ধীরে আপনি হয়ে উঠবেন সমাজের একজন পূর্নাঙ্গ আররিং মেম্বার।
No comments :

No comments :

Post a Comment

Thanks